ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

লাইফস্টাইল

করোনায় ছুটিতে বিছানায় বসে অফিসের কাজ!

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২০
করোনায় ছুটিতে বিছানায় বসে অফিসের কাজ! বিছানায় বসে অফিসের কাজ

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলছে লকডাউন। এই মহামরিতে পুরো দেশই  ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। দফায় দফায় বাড়ছে সাধারণ ছুটি। ছুটির মধ্যে অনেককেই অফিস যেতে হচ্ছে না। তবে অনেককেই অফিসের কাজ ঘরে থেকেই করে দিতে হচ্ছে।এই যে বাড়ি থেকে যারা কাজ করছেন, তাদের অনেকেই আবার দিনভর ল্যাপটপে মুখ গুঁজে বসে থাকছেন, তাও আবার বিছানায়। সারাদিন এভাবে বসে থেকে ঘাড়ে-কোমরে ব্যথা হচ্ছে নিশ্চয়ই!

বিশেষজ্ঞরা বলেন, বিছানায় বসে ল্যাপটপ নিয়ে কাজ করলে শরীরের ওপর নেতিবাচক প্রভাব পড়তে বাধ্য। এতে করে যে ক্ষতিগুলো হতে পারে: 

•    সামনের দিকে ঝুঁকে কাজ করার ফলে মেরুদণ্ডের ওপর চাপ পড়ে 

•    ঘাড় ব্যথা, কোমর ব্যথা হবেই 

•    একই ভঙ্গিতে বেশিক্ষণ কাজ করলে দৃষ্টিশক্তিরও ক্ষতি হয় 

•    চোখের শুষ্কতাও দেখা দিতে পারে

•    দীর্ঘ সময় বসে থাকায় ওজন বেড়ে যাবে 

•    বিছানায় বসে কাজ করলে ঘুম এবং কাজ দু’য়েরই ব্যঘাত ঘটে

•    শুধু ল্যাপটপ না, বিছানায় বসে বা শুয়ে বই পড়তেও মানা 

•    বাড়িতে থাকলেও টেবিল চেয়ারে বসেই কাজ করুন 

•    একান্তই যদি বিছানায় বসে কাজ করতে হয়- 

•    ল্যাপটপটা বিছানায় বালিশ দিয়ে উঁচু করে আপনার চোখের সমতলে রাখুন
 
•    পেছনে যথাযথ সাপোর্ট রাখবেন 

•    ঝুঁকে পড়ে কাজ করবেন না।

সোজা হয়ে বসে কাজ করুন 

•    প্রতি ঘণ্টায় পাঁচ মিনিটের জন্য হেঁটে আসুন।  

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২০
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।