ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

লাইফস্টাইল

তবুও যাদের বাইরে যেতেই হচ্ছে 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, এপ্রিল ১, ২০২০
তবুও যাদের বাইরে যেতেই হচ্ছে  দায়িত্ন পালনের সময় দারুসসালাম জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মাহমুদা আফরোজ লাকী ও অন্যরা

প্রায় সব অফিস বন্ধ ঘোষণা করা হলেও কিছু পেশার লোককে বাইরে বেরোতেই হচ্ছে। চিকিৎসক, পুলিশ আর সাংবাদিকদের মতো অনেকেই ছুটির এই সময়েও ব্যস্ত সময় পার করছেন। 

এছাড়াও বাড়ির বাজার বা জরুরি প্রয়োজনেও অনেককে বের হতে হচ্ছে। তাই করোনার থেকে বাঁচতে এসময় সাবধানতা ও বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলার বিকল্প নেই।

  

ডা. জয়দীপ ঘোষ বলেন, 

•    বারবার সাবান পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন 

•    ২০ সেকেন্ড ধরে হাত ধুতে হবে 

•    আর হাতে সাবান লাগানোর পর খেয়াল করে পানির কল বন্ধ রাখুন 

•    বাইরে যেতে যারা নিজেদের গাড়ি ব্যবহার করছেন, তারা কিছুটা কম ঝুঁকিতে রয়েছেন 

•    তবে গাড়ির দরজা ও সিট নিয়মিত পরিষ্কার রাখতে হবে 

•    বাইরে থাকার সময় নাকে, মুখে বা চোখে অপরিষ্কার হাত দেবেন না 

•    জানেন তো এই পথেই ভাইরাস শরীরে প্রবেশ করে

•    সব সময় সঙ্গে হ্যান্ড স্যানিটাইজার রাখুন 

•    পাবলিক বা ভাড়া গাড়িতে উঠলে দরজা বন্ধ করা ও খোলার পর অবশ্যই হাতে স্যানিটাইজার ব্যবহার করুন 

•    বাজার করতে, অফিসে ডেস্কে বসতে বা কারো সঙ্গে কথা বলার সময়ও এক মিটার দূরত্ব বজায় রাখুন 

•    অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা করা যাবে না 

•    ঘরে ফিরে বাইরের পোশাক পরিবর্তন করে নিন, সাবান পানি দিয়ে আবার খুব ভালো করে হাত ধুয়ে নিন।   


বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২০ 
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।