bangla news

কেক, আইসক্রিম, পেস্ট্রি শু!

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০১-২১ ১:৫৪:০৬ পিএম
কেক, আইসক্রিম, পেস্ট্রি শু!

কেক, আইসক্রিম, পেস্ট্রি শু!

কেক, আইসক্রিম, পেস্ট্রি বা পুডিং কোনটা পছন্দ জানতে চাইলে অনেকেই চিন্তায় পড়ে যান। কারণ কোনটি রেখে কোনটির নাম বলবেন! সবগুলোই তো পছন্দের খাবার। 

আজকাল বিভিন্ন আয়োজনে নানা ডিজাইনের কেক দেখা যায়। মাঝে মাঝে তো বেশ মজার মজার জিনিসের ডিজাইনের কেক তৈরি করে সারপ্রাইজ দেওয়া হয়। আবার উল্টোটাও দেখা যায়। যেমন ফ্লোরিডার ডিজাইনার ক্রিস ক্যাম্পবেল কেক, আইসক্রিম, পেস্ট্রির ডিজাইনে তৈরি করছেন মেয়েদের জুতা।


খাবারের ডিজাইনের সাধের এই জুতো কারখানার নাম ‘শু বেকারি’। প্রতিটি জুতা ক্রিস নিজের হাতেই তৈরি করেন।


২০১৩ সালে ফ্লোরিডার অর্ল্যান্ডোয় যাত্রা শুরু করে শু বেকারি। এই কয়েক বছরে সব বয়সী ফ্যাশন সচেতন নারীদের কাছেই সমান জনপ্রিয় তার জুতা। গাড়ির সিট যে মাইক্রোফাইবারে তৈরি হয়, তা দিয়েই আরামদায়ক জুতা তৈরি করেন ক্রিস। 

বিশ্বের বিভিন্ন নাম করা জুতার শোরুম ছাড়াও অনলাইনেও সহজেই পেয়ে যাবেন ক্রিস ক্যাম্পবেলের এই ডেজার্ট জুতা। আর প্রতি জোড়া জুতা কিনতে দাম গুনতে হবে কম হলেও ২২ হাজার টাকা। 


বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
এসআইএস


 

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

লাইফস্টাইল বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
cache_14 2020-01-21 13:54:06