bangla news

বসুন্ধরা সিটিতে বডি শপের নতুন আউটলেট

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০১-১৪ ১২:২৯:৪১ পিএম
বডি শপ

বডি শপ

রাজধানীর বসুন্ধরা  সিটি শপিং কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরে দ্বিতীয় আউটলেটের উন্মোচন করেছে ব্রিটিশ ব্র্যান্ড দ্য বডি শপ। 

শোরুমটির উদ্বোধন করেন ব্র্যান্ডটির সিনিয়র ম্যানেজার মার্কেটিং- (এশিয়া সাউথ) তারানা আহমেদ এবং ম্যানেজার অপারেশনস-(বাংলাদেশ) আব্দুল মোহাইমিন সুমন।


প্রাকৃতিক উপাদানে তৈরি কসমেটিকস ও টয়লেট্রিজ পণ্য ব্র্যান্ড দ্য বডি শপের বিশ্বজুড়ে তিন হাজার ২০০- এর বেশি স্টোর রয়েছে। 

বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক স্মৃতি মালহোত্রা বলেন, বাংলাদেশে নতুন স্টোর করতে পেরে আমরা আনন্দিত। 


বডি শপের বাংলাদেশে স্টোরগুলোতে স্কিনকেয়ার, বাথ অ্যান্ড বডি, কসমেটিকস, হেয়ার, ফ্রেগ্রেন্স, গিফট ও অ্যাকসেসরিজসহ প্রয়োজনীয় নানা পণ্য রয়েছে। এছাড়াও ক্রেতারা স্কিন কেয়ার ও কসমেটিকস নিয়ে পরামার্শ নিতে পারবেন প্রশিক্ষিত সেলস রিপ্রেজেন্টেটিভদের কাছ থেকে। 

বাংলাদেশে বডি শপ কোয়েস্ট হোল্ডিংসের এক্সক্লুসিভ পার্টনার হিসেবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
এসআইএস 

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-01-14 12:29:41