ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

লাইফস্টাইল

মুখের আকার অনুযায়ী টিপ বাছুন

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
মুখের আকার অনুযায়ী টিপ বাছুন মুখের আকার অনুযায়ী টিপ

বাঙালি নারীর সাজে পূর্ণতা আসে কপালের একটা ছোট্ট টিপে। কিন্তু কোন আকারের টিপ আপনার মুখের সঙ্গে সবচেয়ে সুন্দর মানাবে, তা জানেন কি?

জেনে নিন: 

•    মুখ ডিমের গড়ন হলে লম্বা টিপ পরতে পারেন

•    মুখের আকৃতি ছোট, তারা অতিরিক্ত লম্বা টিপ না পরলেই ভালো করবেন

•    পানপাতার মতো মুখ হলে যেকোনো আকারের ও আয়তনের টিপ বাছতে পারেন

•    তবে যাদের কপালটা একটু বেশিই বড়, তারা অতিরিক্ত বড় টিপ পরবেন না, তাতে কপালের দিকেই বেশি চোখ যাবে


•    মুখ যদি চারকোনা আকৃতির হয়, তা হলে মাঝারি আকারের গোল টিপ বেছে নিন

•    শাড়ি বা সালোয়ার কামিজ হোক বা ওয়েস্টার্ন পোশাক এবং মোটামুটি সবার মুখের সঙ্গেই ছোট একটি গোল টিপ মানায়।  

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad