ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

লাইফস্টাইল

আদা-জল খেয়েই নামুন

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯
আদা-জল খেয়েই নামুন আদা-জল

‘আদা-জল খেয়ে লেগে পড়া’ তো অনেক শুনেছি। কিন্তু এর অর্থটা আসলে কী, কেনই বা বলা হয়, এটা কখনো ভাবা হয়নি। কাজ শুরুর আগেই পানির সঙ্গে আদা মিশিয়ে খেয়ে নামার কথা বলা হচ্ছে। কিন্তু কেন? কারণ নিশ্চয় আছে জেনে নিন:  

দিনের শুরুতেই এক গ্লাস পানিতে আদা দিয়ে পান করলে যে উপকারগুলো পাওয়া যাবে-

•    বদহজম ঠেকাতে, খাবারকে সহজপাচ্য করতে পান করুন আদা-জল 

•    বমিভাব ও মর্নিং সিকনেস দূর করে 

•    ব্যায়াম বা পরিশ্রমের ফলে মাসলে ব্যথা হলে আদা-জল পান করুন 

•    প্রদাহজনিত ব্যথা কমায় 

•    হজমশক্তি উন্নত করে 

•    শরীরের টক্সিন বের করে দেয় 

•    ওজন কমে

•    গলা ব্যথা, খুশখুশে কাশি বা ঠান্ডা লাগা কমাতেও দারুণ কাজের এই পানীয় 

•    প্রতিদিন সকালে খালি পানি ফুটিয়ে আদা ও মধু মিশিয়ে পান করুন।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯
এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।