ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

লাইফস্টাইল

এবার বেড়ানো হবে ভূস্বর্গ কাশ্মীর 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
এবার বেড়ানো হবে ভূস্বর্গ কাশ্মীর  ভূস্বর্গ

যারা ঘুরতে পছন্দ করে, তাদের প্রায় সবারই স্বপ্ন থাকে ভারতের জম্মু-কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করার। 

দীর্ঘ ২ মাসের অস্থিরতা, সরকারি নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞার পরে ১০ অক্টোবর থেকে আবার পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে ভূস্বর্গ কাশ্মীর।  

ভূস্বর্গ কাশ্মীরগত সোমবার জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্য পাল মালিক নিরাপত্তা বিষয়ক পর্যালোচনা বৈঠকের পরেই কাশ্মীরকে পর্যটকদের জন্য খুলে দেওয়ার কথা ঘোষণা করেন৷

আগস্ট মাসের শুরুতেই সন্ত্রাসী হামলার আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয় জনপ্রিয় এই পর্যটন স্পট।

 

প্রতিবছর লাখ লাখ পর্যটক বিশ্বের নানা প্রান্ত থেকে কাশ্মীরে বেড়াতে আসনে।  

প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগের জন্য যারা কাশ্মীর যেতে চান, এখন থেকেই প্রস্তুতি নিন।  ভূস্বর্গ কাশ্মীর

যখন পরিকল্পনা করবেন কাশ্মীর যাওয়ার প্রথমে ভারতের ভিসা করে নিন। এবার কলকাতায় গিয়ে হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে সুপার ফাস্ট ট্রেনে জম্মু অথবা রাজধানী এক্সপ্রেস ট্রেনে দিল্লি এবং দিল্লি থেকে জম্মু যেতে হবে। জম্মু রেলওয়ে স্টেশনে নেমে ট্যুরিস্ট বাস বা জিপে করে শ্রীনগর যাওয়া যাবে। অথবা আকাশ পথে নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমান বন্দরে থেকে বিমানে শ্রীনগর যেতে পারবেন। বেশির ভাগ বিমান দিল্লি হয়ে শ্রীনগর যায়।  


শ্রীনগরে অসংখ্য হোটেল ও কটেজ রয়েছে। শীতকালে তাপমাত্রা মাইনাস ডিগ্রিতে নেমে আসে। তাই শীতের সময় গেলে যে হোটেলে রুম হিটার বা বেড হিটার আছে এ রকম হোটেল বা কটেজে উঠতে হবে।  


কয়েক দিন সময় নিয়ে প্রিয়জনকে সঙ্গে করে ঘুরে আসতে পারেন ভূস্বর্গ।  


বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।