bangla news

পূজার সাজে তারকারা

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১০-০৫ ১২:৪৮:৫৫ পিএম
পূজার সাজে

পূজার সাজে

পুরো বছরের অপেক্ষার পরে দূর্গা এসেছেন। তার আগমনে আনন্দে-উল্লাসে উৎস-বমুখর  চারপাশ। শরদীয় উৎসবে নিজেকে দেবী রূপেই যেন দেখতে চান বাঙালি নারীরা। বাদ যান না বলিউড-টালিউড তারকারাও। বেশিরভাগ তারকাই পূজার সময় শাড়ি পরতেই পছন্দ করেন। 

পূজার সাজে তারকারালাল বা লাল-সাদার শুভ্রতায় সঙ্গে সোনালি কম্বিনেশনের সিল্ক বা কাতান শাড়িই বেছে নিয়েছেন সুস্মিতা সেন, কাজল, রিয়া সেন, নুসরাত ও মিউনির মতো প্রিয় তারকারা। পোশাকের সঙ্গে মিলিয়ে গয়নাও পরেছেন তারা। ঠোঁট রাঙিয়ে, কাজল চোখে, চুলের খোঁপায় তারার ফুলও লাগিয়েছেন যত্ন করে।  


বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৯
এসআইএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-10-05 12:48:55