ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

লাইফস্টাইল

বয়সটাকে আটকে দিন নিজের তৈরি ক্রিমে

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৯
বয়সটাকে আটকে দিন নিজের তৈরি ক্রিমে ত্বকের তারুণ্য ধরে রাখতে

ত্রিশ পেরোনোর আগেই ত্বকে পড়তে শুরু করেছে বলিরেখার ছাপ। হাজার টাকার ক্রিমেও কাজ হচ্ছে না তেমন? বাড়িতেই বানিয়ে নিন অ্যান্টি-এজিং ক্রিম। আর লুকটাকে লক করে দিন ঠিক ২৫-এ।

এই ক্রিম তৈরি করতে লাগবে
আমন্ড অয়েল ১/৪ কাপ, নারকেল তেল ২ টেবিল চামচ, ভিটামিন ই অয়েল আধা চা চামচ, শিয়া বাটার ১ টেবিল চামচ ও কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল।  

যেভাবে করবেন
একটি পাত্রে পানি হালকা গরম করুন।

অন্য কাচের পাত্রে সব উপকর‍ণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। কাচের পাত্রটি গরম পানির মধ্যে বসান। চুলা বন্ধ করে দিন। গরম পানির ভাপে সব উপকরণ গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।  
 
এবার খুব ভালো করে মিশিয়ে নিন। ঠাণ্ডা হলে ক্রিম ফ্রিজে রেখে ব্যবহার করুন।  

ত্বকের তারুণ্য ধরে রাখতে রাতে ঘুমানোর আগে ত্বক পরিষ্কার করে এই ক্রিম ব্যবহার করুন। একমাস পর আবার তৈরি করে নিন।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।