ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

লাইফস্টাইল

ঈদের আগে ফেসিয়াল করিয়েছেন, এবার নিয়মগুলো মানুন

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৯
ঈদের আগে ফেসিয়াল করিয়েছেন, এবার নিয়মগুলো মানুন ফেসিয়াল করার পর

সারা বছর ত্বকের সেভাবে যত্ন নেওয়া না হলেও ঈদের সময় সবাই একবার অন্তত পালার্রে গিয়ে ফেসিয়াল করান। ঝটপট উজ্জ্বল-কোমল পরিষ্কার ত্বকের জন্য ফেসিয়াল করাই একমাত্র উপায়। 

ফেসিয়াল করার পর সবচেয়ে ভালো ফল পেতে যে কাজগুলো করবেন না: 

•    ফেসিয়াল করার সময় কিন্তু আপনার মুখের রোমকূপের মুখ খুলে যায়। তাই ওই দিন মেকআপ করবেন না।

মেকআপে থাকা বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক পদার্থ রোমকূপের ছিদ্র দিয়ে শরীরে প্রবেশ করে।  

•    ফেসিয়াল করার পর অন্তত ৪ ঘণ্টা ত্বকে পানি লাগাবেন না। কারণ এতে ফেসিয়াল প্রোডাক্টের গুণ ত্বকে পুরোপুরি পৌঁছনোর আগেই ধুয়ে যায়।

•    অন্তত ২ দিন ফেশ ওয়াশ বা ক্রিম লাগানো উচিত না। এতে কিন্তু আপনার মুখে বলিরেখা বা র্যাশও হতে পারে।

•    ফেসিয়ালের পর সরাসরি সূর্যের অতিবেগুনী রশ্মি ত্বককে পুড়িয়ে দিতে পারে। তাই রোদ এড়িয়ে চলুন। প্রয়োজনে ছাতা ব্যবহার করুন 

•    বারবার মুখে হাত দেবেন না, হাতে থাকা জীবাণু থেকে ত্বকে সংক্রমণ হতে পারে।

 ত্বক অনুযায়ী ফেসিয়াল করুন, নিজে ত্বকের ধরণ বুঝতে না পারলে এক্সপার্টের সাহায্য নিন। অবশ্যই ভালো মানের প্রোডাক্ট দিয়ে যেন আপনার ফেসিয়াল করা হয় এবিষয়ে নিশ্চিত হয়ে নিন।  

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৯ 
এসআইএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।