ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

লাইফস্টাইল

বন্ধুর জন্য উপহার কিনতে হবে তো! 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, আগস্ট ২, ২০১৯
বন্ধুর জন্য উপহার কিনতে হবে তো!  বন্ধুত্ব

আগস্টের প্রথম রোববার বিশ্বব্যাপী পালন করা হয় বন্ধু দিবস। বাংলাদেশ-ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে  আগষ্টের প্রথম রোববারই বন্ধু দিবস হিসেবে পালিত হয়ে আসছে। আবার কোনো কোনো দেশে  ০৮ এপ্রিল বন্ধু দিবস হিসেবে পালন করা হয়। 

তবে দিন বা তারিখ যাই হোক না কেন, এই দিনে এক বন্ধু আরেক বন্ধুকে দিয়ে থাকে বিভিন্ন উপহার। আপনি কোন উপহারটি আপনার বন্ধুকে দেবেন ঠিক করেছেন?

যদি করে না থাকেন তবে দেখে নিতে পারেন -  

•    বন্ধু দিবসে আপনার বন্ধুকে দিতে পারেন বিভিন্ন রঙের তাজা কিছু ফুল। সঙ্গে ফ্রেন্ডশিপ বেল্ট
•    বন্ধুকে চমকে দেওয়ার জন্য আপনার সঙ্গে তার সুন্দর মজার কোনো ছবি প্রিন্ট করে, সুন্দর ফ্রেমে বাঁধিয়ে উপহার দিতে পারেন, যেন ছবিতে চোখ পরলেই আপনার কথা মনে পড়ে 
•    পোশাক কিনে উপহার দিতে পারেন
•    ছেলে বন্ধুদের জন্য কিনতে পারেন ঘড়ি, ব্রেসলেট বা মানিব্যাগ
•    মেয়ে বন্ধুদের জন্য কানের দুল, পুতির বা পাথরের মালা।

তবে কেউ যদি চুড়ি বা বালা কিনতে চান তাহলে হাতের মাপ আগে জেনে নিন
•    সামনে যেহেতু ঈদ, তাই এমন একটি উপহার কিনুন যা ঈদের দিনও ব্যবহার করা যায়
•    ঘরে সাজিয়ে রাখার জন্য কিনতে পারেন কাচের বা পাথরের সুন্দর সুন্দর শোপিস
•    এছাড়া বিশেষ দিনটিতে সময় করে বন্ধুকে নিয়ে ঘুরে আসতে পারেন তার পছন্দের কোনো জায়গায় এবং খাবারের মেন্যুও তার পছন্দমেতা ঠিক করে নিন।  

ভালো থাকুক বন্ধুত্ব...

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৯ 
এসআইএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।