ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মেয়েকে কিডনি দিচ্ছেন মা, সহায়তার হাত বাড়ালেন নাছির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১০ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৯
মেয়েকে কিডনি দিচ্ছেন মা, সহায়তার হাত বাড়ালেন নাছির মেয়র আ জ ম নাছির উদ্দীনকে মেয়ের কিডনি রোগের আদ্যোপান্ত শোনান মা মুক্তা রাণি মজুমদার

চট্টগ্রাম: মুক্তা রাণি মজুমদার দুইটি কিডনির একটি দান করছেন মেয়েকে। মেয়ে হ্যাপি রানি মজুমদারের দুইটি কিডনিই নষ্ট হয়ে গেছে। ইতিমধ্যে কিডনি রোগাক্রান্ত মেয়ের চিকিৎসার পেছনে খরচ করেছেন সারাজীবনের সঞ্চয়ও। কিডনি প্রতিস্থাপনের এতো খরচ শেষ সম্বল পেনশনের টাকায়ও কুলাচ্ছে না।

সোমবার (১৫ জুলাই) দুপুরে জামালখানের ঝাউতলায় মেয়র আ জ ম নাছির উদ্দীন পূর্বনির্ধারিত ‘বিশেষ মশক নিধন কর্মসূচির উদ্বোধন’ অনুষ্ঠান থেকে ফেরার পথে এ খবর শুনে ছুটে যান মুক্তা রাণির বাসায়।

>> ফগার মেশিনে মশার ওষুধ দিলেন মেয়র নাছির

এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর শৈবাল দাশ সুমন, মনোয়ারা বেগম মনি, চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী যিশুসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।

মেয়র মুক্তা রাণির মুখে মেয়ের কিডনি রোগের চিকিৎসার আদ্যোপান্ত শুনেন। তাৎক্ষণিকভাবে এ মায়ের হাতে তুলে দেন ১ লাখ ১০ হাজার টাকা। আশ্বাস দেন আগামীতেও সহযোগিতা অব্যাহত রাখার।

শৈবাল দাশ সুমন বাংলানিউজকে বলেন, মেয়র আ জ ম নাছির উদ্দীন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) থেকে মাসিক যে সম্মানী পান তা-ও গরিব, দুস্থ, অসহায় রোগী, শিক্ষার্থী ও সেবা সংস্থাকে বিলিয়ে দেন। এ ছাড়া নিজের ব্যক্তিগত তহবিল থেকেও অকাতরে দান করেন। আমাদের ওয়ার্ডে মা মুক্তা রাণি মেয়েকে কিডনি দিচ্ছেন শুনে ছুটে যান তার বাসায়। এ ঘটনায় ওই মা হতবিহ্বল হয়ে পড়েন। অন্তর থেকে আশীর্বাদ করেন মেয়রকে।  

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।