ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

লাইফস্টাইল

চুলের জন্য বেকিং সোডা!

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
চুলের জন্য বেকিং সোডা! ঝলমলে সুন্দর চুল পেতে

খুশকি মুক্ত-ঝলমলে সুন্দর চুল পেতে খুব সহজে ব্যবহার করতে পারেন বেকিং সোডা। 

বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের যন্ত্রণার কারণ মাথার খুশকি। বিশেষ করে অতিরিক্ত গরম এবং ঠাণ্ডা আবহাওয়াতে এই সমস্যা খুব বেশি।

চুল থেকে খুশকি দূর করতে অনেক কিছু করেও যারা উপকার পাননি, তারা মাত্র কয়েকবার সোডা ব্যবহার করে দেখুন। ভেজা চুলে ১টেবিল চামচ বেকিং সোডা এক মিনিটের ঘষে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার এটি করলেই কয়েক সপ্তাহেই খুশকি পালাবে।

তৈলাক্ত চুল নিয়ে চিন্তা না করে উপায় থাকে না। কারণ চুল তৈলাক্ত হলে মাথার তালুতে খুব দ্রুত ময়লা জমে। আধা কাপ পানিতে দুই টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে পাঁচ মিনিট ম্যাসাজ করুন। এরপর শ্যাম্পু করে ধুয়ে নিন। সপ্তাহে দুই বার করলেই চুল হবে ঝমমলে সিল্কি।  

বাংলাদেশ সময়: ১৭২৯ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
এসঅইএস   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।