bangla news

উমেদ ভবন প্যালেসে নিক-প্রিয়াঙ্কা

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-১১-২৯ ৫:২৪:৫৪ পিএম
নিক-প্রিয়াঙ্কা

নিক-প্রিয়াঙ্কা

ধুমধাম করে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া এবং হলিউডের গায়ক নিক জোনাস।

আলোচিত বিয়েটির ভেন্যু হতে যাচ্ছে যোধপুরের উমেদ ভবন প্যালেস। উমেদ ভবন প্যালেস পৃথিবীর ব্যায়বহুল ভেন্যুর অন্যতম। প্রিয়াঙ্কা ও নিক জুটি এরই মধ্যে যোধপুর  পৌঁছেছেন।  

...
মহারাজা উমেদ সিং-এর সময়ে ১৯২৮ থেকে ৪৩ সালের মধ্যে তৈরি হয়েছিল এই প্রাসাদটি৷ 

প্রাসাদে রয়েছে ৩৪৭টি ঘর৷ ঘরগুলো তৈরি হয়েছে বেলেপাথর দিয়ে৷ প্রতিটি দেয়ালে রয়েছে রাজকীয় ছাপ৷ মার্বেলে উজ্জ্বল মেঝে, বিস্তৃত সাজানো বাগানে অভিভূত করে  দেয় অতিথিদের৷ সেই সঙ্গে রয়েছে ময়ূরের আনাগোনা৷ 

...

রাজকীয় ভেন্যুতে অনুষ্ঠান হলেও বেশি লোককে দাওয়াত দিচ্ছেন না এই তারকা জুটি। ফিল্মফেয়ারকে দেওয়া বিবৃতিতে তারা জানিয়েছেন, বড়জোর ’শ দুই অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে যোধপুরের এই বিয়ের অনুষ্ঠানে। 

প্রিয়াঙ্কা-নিকের বিয়ে ভারতীয় নিয়মে হলেও, থাকবে আমেরিকান কিছু রীতিও। এই যেমন বিয়েতে থাকছে ‘ব্রাইডাল শাওয়ার’। 

...

শনিবার (১ ডিসেম্বর) গায়ে হলুদে শেষে রোববার (২ ডিসেম্বর) গাঁটছড়া বাধবেন নিক-প্রিয়াঙ্কা। 

...

ভ্রমণ সাইট ট্রিপঅ্যাডভাইজার’স আয়োজিত ২০১৬ ট্রাভেলরস’ চয়েস অ্যাওয়ার্ড জিতে যোধপুরের উমেদ ভবন বিশ্বের সেরা হোটেল নির্বাচিত হয়৷ 

বাংলাদেশ সময় : ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
এসআইএস

 

ক্লিক করুন, আরো পড়ুন :   লাইফস্টাইল
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2018-11-29 17:24:54