bangla news

চক্ষু মেলিয়া দেখি দেশটা... 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৯-২৭ ১২:৩৮:১৮ পিএম
দেশটা দেখুন-নিজেকে করুন সমৃদ্ধ

দেশটা দেখুন-নিজেকে করুন সমৃদ্ধ

'দেখা হয় নাই চক্ষু মেলিয়া / ঘর হইতে দুই পা ফেলিয়া একটি ধানের শীষের উপর/ একটি শিশির বিন্দু।' 
রবীন্দ্রনাথ ঠাকুরের এই লেখাতেই ঘরের পাশের সৌন্দর্যের সুন্দর বিবরণ দেয়া রয়েছে। 

দেশটা দেখুন-নিজেকে করুন সমৃদ্ধআমাদের দেশেই রয়েছে বিশ্বের সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত, হাওর-বাওর-নদী, ঝরনা, সবুজ চা বাগান রয়েছে সুন্দরবন। 
প্রতিটি জেলায় ছড়িয়ে রয়েছে পর্যটনের অপার সৌন্দর্য। 

দেশটা দেখুন-নিজেকে করুন সমৃদ্ধনিজের দেশটি ঘুরে দেখুন, সকালের বান্দরবান বা সন্ধ্যার কক্সবাজার আপনাকে মুগ্ধ করবেই। 

দেশটা দেখুন-নিজেকে করুন সমৃদ্ধপাহাড়ের নির্জনতা বা ঝরনার শব্দ আমাদের ভাবনায় নতুন খোরাক যোগাবে। 

দেশটা দেখুন-নিজেকে করুন সমৃদ্ধআর রাঙামাটির পানি আর নীল আকাশ দেখে চোখ সরাতে মন চাইবে না 

দেশটা দেখুন-নিজেকে করুন সমৃদ্ধসুন্দরবনের হরিণের মায়াবি চাহনি কবি হতে বাধ্য করবে আপনাকে। 

দেশটা দেখুন-নিজেকে করুন সমৃদ্ধ

দুই দিন হেঁটে কেওক্রাডংয়ের চূড়ায় দাড়িয়ে নিজেকে আবিষ্কার করবেন এক অনন্য বিশালতায়। 

দেশটা দেখুন-নিজেকে করুন সমৃদ্ধ

সময় করে পরিবার, বন্ধু বা শুধু একাই বেরিয়ে পড়ুন, দেশটা দেখুন-নিজেকে করুন সমৃদ্ধ। 

বাংলাদেশ সময় : ১২৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
এসআইএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2018-09-27 12:38:18