ঢাকা, বৃহস্পতিবার, ১৮ আশ্বিন ১৪৩১, ০৩ অক্টোবর ২০২৪, ২৯ রবিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

নিজের ফ্যাশন ব্র্যান্ড নিয়ে শ্বেতা 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৮
নিজের ফ্যাশন ব্র্যান্ড নিয়ে শ্বেতা  অমিতাভ, অভিষেক, জয়া, নিখিল নন্দা ও ঐশ্বরিয়া রাইসহ বচ্চন পরিবারের সদস্যরা

বলিউড স্টার না হয়েও সবার আগ্রহ শ্বেতা বচ্চন ঘিরে। ফ্যাশন জগতে পা রাখলেন তিনি। 

ডিজাইনার মনিশা জেইসিং-এর সহযোগিতায় নিজের নতুন ফ্যাশন লাইন এমএক্সএস(MXS) চালু করলেন অমিতাভ কন্যা শ্বেতা বচ্চন।  

দিল্লিতে শনিবার এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিতাভ, অভিষেক, জয়া, নিখিল নন্দা ও ঐশ্বরিয়া রাইসহ বচ্চন পরিবারের সদস্যরা।

 
বলিউডের নামকরা সব তারকা

এছাড়া করণ জোহর, ক্যাটরিনা কাইফ, নেহা ধুপিয়া, অঙ্গদ বেদি, গৌরী খান, সুহানা খান, সুজান খান, শানায়া কাপুর, মাহীপ কাপুর,বলিউডের নামকরা সব তারকাও এসেছিলেন শ্বেতার দারুণ জমকালো সব কালেকশন দেখতে।  

শ্বেতাকে শুভকামনা জানিয়ে অমিতাভ বচ্চন অফিসিয়াল ব্লগে লিখেছিলেন, শ্বেতা তার বন্ধু মনিশার সঙ্গে মিলে ফ্যাশন ব্র্যান্ড করতে চলেছেন। এক জায়গায় বসে আমি দেখছিলাম সবাই শ্বেতাকে অভিনন্দন জানাচ্ছে, যা আমার জন্য গর্বের।  

শ্বেতার ছোট ভাই অভিষেক বচ্চনও অভিনন্দন জানিয়ে নিজের ইন্সটাগ্রামে লিখেছেন, অভিনন্দন শ্বেতাদি ও মনিশাকে, এটা বিশাল প্রাপ্তি।

এক্সক্লুসিভ-গর্জিয়াস পার্টি ড্রেস রয়েছে শ্বেতার ফ্যাশন লাইনে।  

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৮
এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।