ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

লাইফস্টাইল

প্রথমবার বেড়াতে গেলে

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮
প্রথমবার বেড়াতে গেলে শিশু প্রথমবার বেড়াতে গেলে

প্রেমার ছেলের বয়স ১০ মাস। তিনি প্রথমবারের মতো ছেলেকে নিয়ে শহরের বাইরে বেড়াতে যাবেন ঈদের ছুটিতে। 

এই ৪-৫ দিন শিশুর খাবার কেমন হবে, কী করলে সে সুস্থ থাকবে, এসব নিয়ে প্রেমা রয়েছেন চিন্তায়। নতুন মায়েদের জন্য শিশুকে সুস্থ রেখে বাইরে বেড়ানোর সময় যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে: 

•    নতুন পরিবেশে শিশু মানিয়ে নিতে একটু সময় নিতে পারে
•    তাকে জোর করে কারো কোলে দেওয়া, জোর করে খাবার খাওয়ানো যাবেনা 
•    একসঙ্গে অনেক লোক দেখে ঘাবড়ে যেতে পারে।

তাই একটু সময় দিতে হবে শিশুকেও মানিয়ে নেওয়ার
•    গরমের সময় বাইরে গেলে অবশ্যই ছোট একটি চার্জার ফ্যান সঙ্গে নিন 
•    সব সময় শিশু যে পানি পান করে, সেই পানির ব্যবস্থা করুন 
•    ট্রাভেল করার সময় ছোট একটি প্রেশার কুকার নিয়ে নিন
•    ঝটপট খাবার তৈরি করতে দারুণ কাজে দেবে
•    শিশুর পোশাকের জন্য আলাদা ব্যাগ ও খাবারের জন্য আলাদা একটি ব্যাগ নিন
•    টাটকা ফল, সবজি খিচুড়ি, আর তার নিয়মিত খাবারগুলোই শিশুকে নিয়ম করে খাওয়ান 
•    রিচফুড শিশুকে দেবেননা, তার হজমে সমস্যা হতে পারে
•    শিশুর জন্য যতটা সম্ভব তার পরিচিত সবকিছু ব্যবহার করুন 
•    শিশুকে মায়ের দুধ খাওয়াতে হবে 
•    পোশাকের সঙ্গে পর্যাপ্ত ডায়াপার নিয়ে নিন।

যদি শিশুর কোনো শারীরিক সমস্যা থাকে তবে আগেই একজন ডাক্তারের পরামর্শ নিন। ডাক্তারের নাম্বারটাও মনে করে নিয়ে নিন।  

 

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮
এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।