ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

লাইফস্টাইল

রূপচর্চায় ভাতের মাড়! 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৩ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৮
রূপচর্চায় ভাতের মাড়!  রূপচর্চায় ভাতের মাড়

প্রতিদিনই বাড়িতে ভাত রান্না হয়। অনেক সময় কাপড়ে ভাতের মাড় ব্যবহার করি। এর বাইরে? না আর তেমন কোনো ব্যবহার নেই ভাতের মাড়ের। 

ত্বকের যত্নে কখনো ভাতের মাড় ব্যবহার করেছেন? না করে থাকলে আজ থেকেই শুরু করুন। কারণ:

•    সুস্থ-সুন্দর ত্বকের জন্য অপরিহায্য উপাদান, ময়েশ্চেরাইজারের বড় উৎস ভাতের মাড় 
•    ভাতের মাড় দিয়ে ধুলে, ত্বক গভীর থেকে পরিষ্কার করে 
•    উজ্জ্বলতা বাড়ায়, ত্বক কোমল রাখে
•    ত্বকের লালচে ও কালচে দাগ দূর হয় 
•    বলিরেখা দূর করে 
•    ত্বকে ব্রণ সমস্যায়ও উপকার পাওয়া যায় ভাতের মাড় ব্যবহারে 
•    শুধু কি ত্বকের জন্যই কাজে দেয় ভাতের মাড়? চুলের আগা ফাটা রোধ করে চুলও মজবুত, নরম ও মসৃণ রাখে।  

ভাত রান্না করার সময় চাল পরিষ্কার করে ধুয়ে নিন।

ত্বকে বা চুলে ভাতের মাড় ঠাণ্ডা অবস্থায় লাগাতে হবে।  

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৮ 
এসআইএস

 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।