ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

লাইফস্টাইল

স্বাধীনতা দিবসে রঙ বাংলাদেশ

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
স্বাধীনতা দিবসে রঙ বাংলাদেশ স্বাধীনতা দিবসে রঙ বাংলাদেশ

স্বাধীনতাহীনতা কারো কাম্য নয়। বাঙালিও তাই মুক্তির সংগ্রামে নিশ্চিত করেছে স্বাধীনতা। স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমাদের কাছে এই স্বাধীনতার অর্থ বহুমাত্রিক আর গভীর। এমনকি স্বাধীনতার উদযাপনও বহু মাত্রায় উজ্জ্বল। 

স্বাধীনতাকে আমরা নানাভাবে উদযাপন করে থাকি। পোশাক সেই উদযাপনে সবসময়ে বিশেষ অনুঘটক হয়।

এই ধারা চলে আসছে আমাদের দেশে। স্বাধীনতা ও এর অনুষঙ্গ পোশাকে তুলে আনছেন ডিজাইনাররা।  

রঙ বাংলাদেশও অতীতের ধারা অব্যাহত রেখে পোশাক সৃজনে উদযাপন করছে স্বাধীনতা। এই সংগ্রহে থাকছে তাঁতের শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ-দোপাট্টা, সিঙ্গল কামিজ, সিঙ্গল ওড়না, কাপল ড্রেস শিশুদের পোশাকসহ উপহার সামগ্রী।  

ব্লক ও স্ক্রিন প্রিন্ট আর মেশিন ও হ্যান্ড এম্ব্রয়ডারিতে নকশা করা হয়েছে। স্বাধীনতা সংগ্রহে রঙ অবশ্যই লাল ও সবুজ আর এই দুয়ের বিভিন্ন শেড।  

স্বাধীনতার কালেকশন আপনি কিনতে পারবেন রঙ বাংলাদেশ-এর ঢাকা ও ঢাকার বাইরের যেকোন আউটলেট থেকে। আর ক্যাশ অন ডেলিভারির সুযোগ তো রয়েইছে।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।