ঢাকা, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

লাইফস্টাইল

বডি শেপিংয়ে জন্য ফ্যাটএক্স

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৪, জানুয়ারি ১৮, ২০১৮
বডি শেপিংয়ে জন্য ফ্যাটএক্স ছবি: ভাইভস

আমি মোটা ছিলাম! যারা এ কথাটা বলতে চান। তাদের জন্যই ভাইভস এনেছে নতুন সেবা। কারণ- অতিরিক্ত চর্বি শরীরের সৌন্দর্য নষ্ট করে দেয়। 

আর এই অনাকাঙ্ক্ষিত চর্বি দূর করে কাঙ্ক্ষিত বডি শেপিং পেতে ভাইবস এনেছে এফডিএ এপ্রুভড সেবা ‘ফ্যাটএক্স’। এর মাধ্যমে ডাবল চিন, আর্মস, হিপ, অ্যাবডোমেনসহ নির্দিষ্ট অংশের অতিরিক্ত চর্বি স্থায়ীভাবে কমানো যায়।

 

মাত্র ৩ থেকে ৯ সপ্তাহের মধ্যেই বডি কাঙ্ক্ষিত শেপে চলে আসে। এটি শরীরের অতিরিক্ত চর্বি শোষন করে নিয়ে ফ্যাট সেল ধ্বংস করে দেয় ফলে আর ফিরে আসে না বলে প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।  

গুলশান, ধানমন্ডি ও উত্তরাতে ভাইভস’র শাখা রয়েছে।  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।