bangla news

পূজোয় থিমস শাড়ি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১-১০-০৩ ৭:০৯:১৫ এএম

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দক্ষিণ বারিধারার ফ্যাশন হাউজ থিমস নিয়ে এসেছে নতুন ডিজাইনের শাড়ি। নতুন ডিজাইনে শাড়িতে ব্যবহার করা হয়েছে পূজার বিভিন্ন থিম, হাতের নকশা এবং নানা রঙ। জামদানী, কাতান-মসলিন, ধুপিয়ান সিল্কে    রয়েছে এমব্রয়ডরি ও কারচুপির কাজ।

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দক্ষিণ বারিধারার ফ্যাশন হাউজ থিমস নিয়ে এসেছে নতুন ডিজাইনের শাড়ি। নতুন ডিজাইনে শাড়িতে ব্যবহার করা হয়েছে পূজার বিভিন্ন থিম, হাতের নকশা এবং নানা রঙ। জামদানী, কাতান-মসলিন, ধুপিয়ান সিল্কে    রয়েছে এমব্রয়ডরি ও কারচুপির কাজ।

ঠিকানা: বাড়ি- ৩, রোড-১১, ডি.আই.টি প্রজেক্ট, দক্ষিণ বারিধারা, ঢাকা।
যোগাযোগ: ০১৯১১৫২৬২৪১, ০১৭২৬২২৪৯৭৬

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

লাইফস্টাইল বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
cache_14 2011-10-03 07:09:15