ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

লাইফস্টাইল

ত্বকের যত্নে চকলেট মাস্ক

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
 ত্বকের যত্নে চকলেট মাস্ক চকলেট মাস্ক

চকলেট খেতে ছোট-বড় সবাই পছন্দ করি। জানেন কি, আমাদের ত্বকও পছন্দ করে চকলেট! আর তাই তো ত্বকের সৌন্দর্য বাড়াতে ব্যবহার করতে পারেন চকলেট মাস্ক। 

এছাড়া আমাদের শরীরের উচ্চ রক্তচাপ, কোলেস্টরেলের মাত্রা, হৃদরোগের ঝুঁকি, রক্তে গ্লুকোজের মাত্রাও নিয়ন্ত্রণে থাকে নিয়মিত চকলেট খেলে।  
 
অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর চকলেট বয়সের ছাপকে থামিয়ে রাখতে সাহায্য করে।

ত্বকের প্রয়োজনীয় আর্দ্রতা ধরে রাখে, রোদে পোড়া থেকে রক্ষা করে এবং সেই সঙ্গে ত্বক আরও টান টান করে।  

চকলেট ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়, ভাঁজ পড়া দূর হয় এবং দাগ ও লালচে ভাব দূর করে।

সব ধরনের ত্বকের জন্য উপকারী চকলেট। ডার্ক চকলেট ত্বকের কোমলতা ধরে রাখে এবং একে মসৃণ করে।
  
কোন ত্বকে কেমন চকলেট মাস্ক: 

তৈলাক্ত ত্বকে
গলানো চকলেট ২ টেবিল চামচ, বেসন ১ চা-চামচ ও টকদই ১ চা-চামচ মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

শুষ্ক ত্বকের জন্য
মাখন অথবা অলিভ অয়েল ১ চা-চামচ, গলানো চকলেট ১ টেবিল চামচ ও দুধ মিশিয়ে মুখে লাগান।

স্বাভাবিক ও মিশ্র ত্বকে
গলানো চকলেট ও দুধ মিশিয়ে ব্যবহার করুন।

স্পর্শকাতর ত্বকের জন্য
২ টেবিল চামচ গলানো চকলেটের সঙ্গে ১ চা-চামচ সয়াবিন গুঁড়া মিশিয়ে মুখে লাগান।

চকলেট মাস্ক মুখে মেখে ১৫-২০ মিনিট রাখুন। এরপর ধুয়ে নিন।  

সপ্তাহে একবার করে চকলেট মাস্ক ব্যবহার করুন, আর নিজেকে আয়নায় নতুন রূপে আবিষ্কার করুন।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।