bangla news

তৈরি করুন এয়ার ফ্রেশনার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১-০৯-২১ ৫:২৬:০৪ এএম

আপনি নিজে একবার এয়ার ফ্রেশনার তৈরি করা শিখে গেলে আর কখনোই বাজারেরটি কিনবেন না। অনেকে বলে থাকেন যে, ভিনেগার এবং বেকিং সোডা দিয়ে বাড়িতে তৈরি ফ্রেশনার দুগন্ধ দূর করে, সঙ্গে সঙ্গে চমৎকার একটি সুগন্ধও ছড়ায়।

আপনি নিজে একবার এয়ার ফ্রেশনার তৈরি করা শিখে গেলে আর কখনোই বাজারেরটি কিনবেন না। অনেকে বলে থাকেন যে, ভিনেগার এবং বেকিং সোডা দিয়ে বাড়িতে তৈরি ফ্রেশনার দুগন্ধ দূর করে, সঙ্গে সঙ্গে চমৎকার একটি সুগন্ধও ছড়ায়। লেবু এবং বেকিং সোডা হচ্ছে চিরাচরিত দুর্গন্ধ নাশক এবং ফ্রেশনার তৈরির জন্য এর চেয়ে সহজ পদ্ধতি আর হতে পারে না।

উপাদানসমূহ

১ চা চামচ বেকিং সোডা
১ টেবিল চামচ লেবুর রস
২ কাপ (৫০০মিলি) পানি

নির্দেশনা

১. উপাদানসমূহ একটি পাত্রে নিয়ে চামচ দ্বারা নাড়তে থাকুন যতক্ষণ না তাতে শব্দ হয়।
২. ভালোভাবে মেশানো হলে মিকচারটুকু একটা স্প্রে বোতলে ভরে ফেলুন। তৈরি হয়ে গেলো এয়ার ফ্রেশনার। ঘরকে সুগন্ধময় রাখতে হান্ডমেড ফ্রেশনার দিনে দুই থেকে তিন বার স্প্রে করা দরকার।  
রিডার্স ডাইজেস্ট অবলম্বনে

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2011-09-21 05:26:04