ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

লাইফস্টাইল

নিত্য উপহারের ঈদ আয়োজন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, আগস্ট ১, ২০১১
নিত্য উপহারের ঈদ আয়োজন

ঈদ মানে উৎসব, ঈদ মানে আনন্দ। সার্বজনীন এই উৎসবকে সামনে রেখে ফ্যাশন হাউস নিত্য উপহার নিয়ে এসেছে বিভিন্ন ধরনের আকর্ষণীয় ডিজাইনের পোশাক।



বিভিন্ন পোশাকের মধ্যে রয়েছে, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতে বোনা শাড়ির মধ্যে আছে টিস্যু সিল্ক, মসলিন কোটা, অ্যান্ডি কোটা হাফসিল্ক, খাদি হাফ সিল্ক ও সুতি শাড়ি। দাম পড়বে ১১৫০ থেকে ৩ হাজার টাকা।

সালোয়ার-কামিজের দাম পড়বে ৯৫০ থেকে ১ হাজার ৪০০ টাকা, টপস ৪৫০ থেকে ৫৫০।

প্রায় ২০ ধরণের ছোটদের টি-শার্ট ১৮০, বড়দের টি-শার্ট ২৩০, ছোটদের শার্ট-ফতুয়া ২৫০ থেকে ৩৫০, ফতুয়া ৪০০ থেকে ৫০০, ।

ছোটদের পাঞ্জবি ৪০০ থেকে ৫৫০, বড়দের পাঞ্জাবি ৫৫০ থেকে ৮০০, বড়দের শার্ট ও ফতুয়া ৩৫০ থেকে ৫৫০, মেয়ে বাচ্চাদের জন্য পোশাক ২৫০ থেকে ৬০০ টাকা। পাওয়া যাবে নিত্য উপহারের শোরুমে।

নিত্য উপহার এবারের ঈদে তরুণ ডিজাইনারদের পোশাক বেশি প্রধান্য দিয়েছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।