ঢাকা, রবিবার, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ জুন ২০২৪, ২৪ জিলকদ ১৪৪৫

লাইফস্টাইল

এনশ্যানটর এবার বাংলাদেশে

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, জুন ৪, ২০১৬
এনশ্যানটর এবার বাংলাদেশে

মালয়েশিয়ার অন্যতম জনপ্রিয় স্কিন কেয়ার প্রোডাক্ট এনশ্যানটরের বিভিন্ন পণ্য এখন থেকে বাংলাদেশেই পাওয়া যাবে।  

উইপ্রো-উনযা ওভারসিস লিমিটেড এবং তাদের বাংলাদেশি অংশীদার এসএমভি কনজুমারস লিমিটেড এনশ্যানটরের পণ্য এখানে বাজারজাত করছে।

 

রাজধানীর একটি মিলনায়তনে প্রেস্টিজ বাংলা লিমিটেডের চেয়ারম্যান আসিফ মঈন ফিতা ও কেক কেটে ২ জুন (বৃহস্পতিবার) আনুষ্ঠানিকভাবে এনশ্যানটরের পণ্যের বাজারজাত শুরু করেন।  

এসময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির  ম্যানেজিং ডিরেক্টর আমান মঈন, এসএমভি কনজুমারস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর কাজী জিয়াউল হাসান, চেয়ারম্যান সায়েদ মাযহারুল হক এবং উইপ্রো কনজুমার কেয়ার লাইটিংয়ের কান্ট্রি ম্যানেজার বিবেক ভাইড।  

এনশ্যানটরের পণ্যের সম্ভারে রয়েছে বডি লোশন, হ্যান্ড লোশন, পারফিউমড শাওয়ার জেল, শাওয়ার ক্রিম, রোল অন ডিওডেরান্ট, ডিওডেরান্ট স্টিক, বডি মিস্ট ও ট্যালকম পাউডার।  


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।