ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩১, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০ রবিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

এক্সট্যাসিতে ছাড়!

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
এক্সট্যাসিতে ছাড়!

লাইফস্টাইল স্টোর, এক্সট্যাসি তরুণ-তরুণীদের জন্য এনেছে শীতের পাশ্চাত্য ঢং-এর পোশাক।

এক্সট্যাসির পাশ্চাত্য কাটিং-এর স্মার্ট ওয়্যারড্রব সল্যুশন- এ থাকছে ট্রাউজার্স, শ্রাগ, শাল, সোয়েটার, পঞ্চ, ব্লেজার, ওয়েস্টকোটসহ নানা ট্রেন্ডি শীত পোশাক।



শীত ফ্যাশন নিয়ে এক্সট্যাসি ও তানজীম ব্র্যান্ডের শীর্ষ নির্বাহী তানজীম হক জানান, নানা নকশার ‘আউটার উইন্টার’ অর্থাৎ অন্য পোশাকের ওপর পরার মতো আরেকটি পোশাক, যেমন কোট, জ্যাকেট, ব্লেজার, সোয়েটার এরই মধ্যে বাজারে আসতে শুরু হয়েছে। সম্পূর্ণ দেশি কাপড়ে তৈরি এসব পোশাক এখানকার আবহাওয়া উপযোগী। উল বা ফ্লিস নয়, বরং সুতি ও অ্যাক্রিলিক মিশ্রণে সোয়েটার বানিয়েছি আমরা।

তানজীম হক আরো জানান, সবার জন্য  ট্রেন্ডি এবং উইন্টারের এসব রেডি টু ওয়ার সহজলভ্য করতে এলিফ্যান্ট রোড সানরাইজ ভবন শাখাতে এক্সট্যাসি দিচ্ছে শপিং-এ দিচ্ছে ২০ শতাংশ ছাড়।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।