ঢাকা, শুক্রবার, ৫ আশ্বিন ১৪৩১, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

হোটেল সারিনায় কাবাব ও বিরিয়ানি উৎসব

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
হোটেল সারিনায় কাবাব ও বিরিয়ানি উৎসব

ভোজন বিলাসীদের জন্য এবার নতুন আয়োজন নিয়ে হাজির হয়েছে ‘হোটেল সারিনা’।

রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল সারিনায় গত ১০ ডিসেম্বর (বৃহস্পতিবার) থেকে শুরু হয়েছে ‘কাবাব ও বিরিয়ানি উৎসব’।

চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত।

গত বৃহস্পতিবার হোটেল সারিনার ইন্ডিয়ান কুইজিন রেস্টুরেন্ট অমৃত’তে উৎসবের উদ্বোধন করেন রূপ বিশেষজ্ঞ কানিজ আলমাস খান। এ সময় উপস্থিত ছিলেন হোটেলের মহাব্যবস্থাপক ইকরামুল হক ও প্রধান বিক্রয় ও বিপণন কর্মকর্তা মুহাম্মদ ফাওয়াদ।

প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে এ উৎসব। ১১ দিনের এ উৎসবে রয়েছে নানা স্বাদের কাবাব ও বিরিয়ানি। সেইসঙ্গে রয়েছে নানা পদের মিষ্টি।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।