ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

লাইফস্টাইল

ব্রাইডাল ফিয়েস্তা

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৯, ডিসেম্বর ৩, ২০১৫
ব্রাইডাল ফিয়েস্তা

বিয়ে, মানেই চাই কার্ড, স্টেজ, পোশাক আর সেই সঙ্গে যদি পাওয়া যায় ঢাঁক/ঢোল, হাতি/ঘোড়া/পালকি তবে তো আর কথাই নেই। আর এই পুরো আয়োজনকে তো ধারণ করতেই হবে ক্যামেরায়।

এতো কাজ নিয়ে যেন দিশেহারা বর-কনের পরিবার।

তবে সুখবর হলো এতো সব কাজের দায়িত্ব ভাবনাহীনভাবে দেয়া যাবে এমন এক নির্ভরতার নাম "ব্রাইডাল হেরিটেজ"।

ব্রাইডাল হেরিটেজ ইভেন্ট প্ল্যানারের কর্ণধার এম.এইচ.শুভ। শুভ ও তার দল তাদের আলোকচিত্র ও অন্যান্য সেবা নিয়ে ডিসেম্বরের ৪,৫ ও ৬ তারিখ দৃক গ্যালারিতে আয়োজন করেছে ভিন্ন ধারার প্রদর্শনী  "ব্রাইডাল ফিয়েস্তা”।

প্রদর্শনীটিতে আলোকচিত্র ছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে ফ্রি ফটোশুট, মেহেদি উৎসব, বিবাহের পোশাক এবং বিবাহের যাবতীয় সাজসজ্জার আয়োজন। প্রদর্শনীতে দর্শকদের জন্য বুকিং- এ থাকছে আকর্ষণীয় সব অফার। এ সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এম.এইচ.শুভ - ০১৭২২ ৬২৪৪৪৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।