ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

লাইফস্টাইল

আমারি ঢাকায় সি ফুড

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৬, আগস্ট ১০, ২০১৫
আমারি ঢাকায় সি ফুড

নিত্য নতুন ভিন্নস্বাদের খাবারের জন্য হোটেল আমারি ঢাকার এই আমায়া ফুড গ্যালারি এরইমধ্যে ভোজন রসিকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে।

এবার আমায়ার অতিথিদের আসল সি ফুডের স্বাদ দিতে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার  থাকছে  সি ফুডের বিশেষ  আয়োজন।



এখানে বিভিন্ন ধরনের সি ফুডের মধ্যে রয়েছে বেবি রেড স্নেপারস, সোল ফিশ, মাও ক্র্যাব, কিং প্রন, লবস্টার, সি কলাপ্স, গ্রিন মাসেলস, স্কুইড সহ অনেকগুলো  আইটেম।

স্কুইড ও সোল ফিশ পাওয়া যাবে ১৫০  টাকায়, সি কস ও মাও ক্র্যাব পাওয়া যাবে ২০০ থেকে ২৪০ টাকায়, মাসেলসের রেসিপি উপভোগ করা যাবে মাত্র ৪০০  টাকায়।

এছাড়াও ৩৫০০ টাকায় রেগুলার বুফেতো থাকছেই।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।