ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

লাইফস্টাইল

নূরনবীর পাশে গাজী

শাহিদুল ইসলাম সবুজ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৯, জুলাই ৫, ২০১৫
নূরনবীর পাশে গাজী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জয়পুরহাট: জয়পুরহাট সদরের ভাদশা উচ্চ বিদ্যালয়ের দরিদ্র মেধাবী ছাত্র নূরনবীর উচ্চ শিক্ষা অর্জনে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন আমেরিকা প্রবাসী ফেরদৌস গাজী।

এর আগে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পরপরই দরিদ্র মেধাবী ছাত্র নূরনবীর স্বচিত্র প্রতিবেদন প্রকাশ করে দেশ সেরা অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলানিউজটোয়েন্টিফোর.কম’।

‘ছেলের গোল্ডেন প্লাসের খবরেও দেখতে আসেনি বাবা’ শিরোনামে প্রতিবেদনটি বহু পাঠকের মনে নাড়া দেয়।

প্রতিবেদনটি পড়ে ফেরদৌস গাজী 'বাংলানিউজ সোশ্যাল সাভির্স' (বিএনএসএস) এর মাধ্যমে  নূরনবীকে সাহায্য করার আগ্রহের কথা জানান। নূরনবীর সঙ্গে বিএনএসএস  ফেরদৌস গাজীকে সরাসরি যোগাযোগের ব্যবস্থা করে দেয়। ফেরদৌস গাজী নূরনবীর পড়াশোনার দায়িত্ব নিয়ে প্রথম বার ১০ হাজার টাকা পাঠিয়েছেন।

অসহায়ের বন্ধু ফেরদৌস গাজী চান দেশের প্রতিটি শিশু যেন তার পছন্দের প্রতিষ্ঠানে শিক্ষা লাভের সুযোগ পায়। অর্থেনৈতিক সংকটের জন্য কোনো শিক্ষার্থীর পড়াশোনা কখনো বন্ধ না হয়।  

টাকা পেয়ে নূরনবী বাংলানিউজ ও ফেরদৌস গাজীর প্রতি কৃতজ্ঞতা জানায়। আর নিয়মিত পড়াশোনা করে নিজেই বড় হয়ে একদিন দরিদ্র শিশুদের পাশে দাঁড়ানোর ইচ্ছার কথাও উল্লেখ করে সে।

নূরনবীর সংগ্রামী মা নূরবানু বেগম জানান, ছেলের ভাল ফলাফলে জন্মদাতা বাবা থেকে শুরু করে কোনো আত্মীয় স্বজন এখন পর্যন্ত খোঁজ খবর নিতে না এলেও বাংলানিউজ এগিয়ে এসেছে। আর বাংলানিউজের এগিয়ে আসার সাথে সাথে আমার ছেলের পড়াশোনাটাও এগিয়ে যেতে শুরু করেছে। এ জন্য কৃতজ্ঞতা জানাই বাংলানিউজ ও সেই দানশীল ভদ্রলোককে।

এ বিষয়ে জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: মোফাখখারুল ইসলাম বাংলানিউজকে জানান, এমন দরিদ্র মেধাবীদের শিক্ষা অর্জনে কলেজ কর্তৃপক্ষ যথাসাধ্য সহযোগিতা করবে।

সমাজের দুঃস্থ ও আর্তপীড়িত মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিতে বাংলানিউজের নিজস্ব ত্বত্তাবধানে পরিচালিত হচ্ছে 'বাংলানিউজ সোশ্যাল সাভির্স' (বিএনএসএস) সামাজিক সেবা কর্মসূচি।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।