ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

লাইফস্টাইল

স্টাইলিশ ব্লাউজ

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
স্টাইলিশ ব্লাউজ

অনেকেই এখনই ঈদে পরার পোশাক নিয়ে ভাবতে শুরু করেছেন। অনেকের কেনাকাটাও চলছে।

যারা শাড়ি কিনবেন, তাদের শাড়ির সঙ্গে ব্লাউজ মিলিয়ে তৈরি করে নিতে হয়।

‍হাল ফ্যাশনে এখন ব্লাউজেও যোগ হয়েছে নানা কাট, ডিজাইন। আসুন দেখে নেই কিছু ফ্যাশনেবল স্টাইলিশ ব্লাউজের ডিজাইন।

উঁচু গলা ও লম্বা এম্ব্রয়েডারি হাতা
হাল ফ্যাশনের সবচাইতে জনপ্রিয় ফ্যাশন হলো উঁচু গলা ও লম্বা হাতা। উঁচু ব্যান্ড কলার গলা দিয়ে লম্বা চুড়িদার হাতা দেয়া হয় এই ব্লাউজগুলোতে। গলায় হারের মত করে এম্ব্রয়েডারি করা থাকে এবং পুরো হাত জুড়ে এমব্রয়েডারি করা হয় এই ব্লাউজগুলোতে। এধরণের ব্লাউজ অনেক জমকালো হয় বলে খুব সাধারণ পারের শাড়ি পড়লেই ভালো মানায় এগুলোর সাথে।

এমব্রয়েডারি ব্লাউজ
একটু ভিন্ন ধরনের জমকালো এমব্রয়েডারি করা এবং পিঠ ও গলার কাটে ভিন্নতা পছন্দ করছেন অনেকেই। নিজেকে সবার চাইতে একটু আলাদা ও ফ্যাশন সচেতন দেখাতেই এ ধরনের স্টাইল বেছে নিচ্ছেন নারীরা।

গলায় স্টোনের কাজ
ইদানিং ব্লাউজের গলায় মূল্যবান পাথর দিয়ে নকশা করার প্রচলন লক্ষ্য করা যাচ্ছে। গোল গলার এই ব্লাউজ গুলোতে এমন ভাবে নকশা করা থাকে যে দেখে মনে হয় গলায় মূল্যবান হার পরা হয়েছে।
স্টোন বসানো নেট এখন মার্কেটে কিনতে পাওয়া যাচ্ছে। ব্লাউজের পেছন দিকটা তোই কাপড় দিয়ে তৈরি করলে দারুণ লাগবে।

হাতে ও পিঠে জমকালো টার্সেল
ইদানিং ব্লাউজের ফ্যাশনে নতুন মাত্রা যোগ করেছে রংবেরঙের টার্সেল। হাতে কিংবা পিঠের ফিতায় এই টার্সেলগুলো ব্যবহার করা হয়। বেশ অর্নামেন্টাল এই টার্সেল গুলো সব ধরণের রঙেরই পাওয়া যায়। সোনালী কিংবা রূপালী পুতি ও পাথর খচিত এই টার্সেলগুলো ব্লাউজকে অনেকেই পছন্দের তালিকায় রাখছেন।

হাতকাটা
ব্লাউজের ফ্যাশনে বর্তমানে লম্বা হাতার পাশাপাশি গরমের কারণে হাতকাটা ব্লাউজও বেশ জনপ্রিয়।

ব্লাউজ অর্ডার দিয়ে তৈরি করতে হলে এখনই দর্জিবাড়ি যেতে হবে।

কাপড়, কাট এবং ডিজাইনের ভিন্নতায় ব্লাউজগুলো ৬০০ থেকে ২০০০ টাকার মধ্যেই তৈরি করানো সম্ভব।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।