ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

লাইফস্টাইল

জেন্টল পার্কে ক্যাজুয়াল ওয়ার

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০০, এপ্রিল ১৮, ২০১৫
জেন্টল পার্কে ক্যাজুয়াল ওয়ার

বডি ফিট বা সিøম ফিট শার্ট আর পলো শার্টের কালারফুল ক্যাজুয়াল আউটফিট এসেছে  জেন্টল পার্কের নতুন কালেকশনে।

শার্টে ফেব্রিক হিসেবে কটনকে প্রাধান্য দেয়া হয়েছে।

ব্যান কলার, স্লোডার লুপ, আপার স্টিচ শার্টে যোগ করেছে বাড়তি ফ্যাশন।

সলিড বা সফট টোনের কালার ভেরিয়েশনে ফেড ওয়াশ বা এনজামইম ওয়াশের কারণে পোশাকে থাকছে আরামদায়ক অনুভুতি।

পাশাপাশি জিন্স, জুতা, বেগি প্যান্ট, ব্লেটও রয়েছে জেন্টল পার্কের ডিজাইন লাইন আপে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।