ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

নববর্ষে আয়োজন

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
নববর্ষে আয়োজন

বিশেষ দিন, বিশেষ আয়োজন। এই শ্লোগানে নববর্ষে আবারও ব্যতিক্রম আয়োজন করছে রামপুরার ঐতিহ্যবাহী আল কাদেরিয়া রেষ্টুরেন্ট।

পান্তা ইলিশের পাশাপাশি ১০ রকম ভর্তা দিয়ে দেশীয় খাবারের ভিন্ন রকম আয়োজন করেছে রেস্টুরেন্টটি।
 
রেস্টুরেন্টটির মালিক ফিরোজ আলম সুমন বাংলানিউজকে বলেন, প্রতিষ্ঠাটার পর থেকে আমরা বিশেষ দিনে বিশেষ আয়োজন করে আসছি। এবারও নববর্ষে ব্যতিক্রম আয়োজন থাকছে।
 
তিনি বলেন, পান্তা ইলিশের সঙ্গে থাকছে ১০ রকম ভর্তা যা খাবারের স্বাদকে বাড়িয়ে দেবে। এছাড়াও থাকছে ইলিশ পোলাও, স্পেশাল মোরগ পোলাওসহ অন্তত ১০০ ধরনের খাবার থাকবে।
 
তিনি বলেন, নববর্ষ উপলক্ষে পুরো রেষ্টুরেন্টকেই সাজানো হয়েছে বাঙালি সাজে।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।