ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

লাইফস্টাইল

উড়াধুরা ভালোবাসা

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০১, ফেব্রুয়ারি ১২, ২০১৫
উড়াধুরা ভালোবাসা

ভালোবাসাও কি উড়াধুরা হয়? বৃহস্পতিবার রাত ১১ টায় রেডিও স্বাধীন ৯২.৪এফএম এ জানা যাবে এমনই সব উড়াধুরা ভালোবাসার গল্প।

এয়ারটেলের ভ্যালেন্টাইন’স ডে-র স্পেশাল টেলিছবি ‘মাংকি বিজনেস’-এর লেখক ও পরিচালক রাহাত রহমান এবং অভিনেতা তামিমের সঙ্গে এই আয়োজনে যোগ দিতে পারেন আপনিও।

 

ফোন করে আপনি বলতে পারেন আপনার উড়াধুরা ভালোবাসার গল্প। বেস্ট গল্প যার, তিনি পাবেন হোটেল কক্সটুডে তে ২ রাত ৩ দিনের একটি আকর্ষণীয় প্যাকেজ!! তাই দেরি না করে সুন্দর করে গুছিয়ে ২মিনিটের মধ্যে আপনার উরাধুরা ভালোবাসার গল্প বলে ঘুরে আসুন কক্সবাজার!

ফোন 09666 924 924 এবং মেসেজ করতে হলে টাইপ করো RS Name Message এবং পাঠিয়ে দিন 2010 নাম্বারে!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।