ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

লাইফস্টাইল

ছোটদের জন্য বড় আয়োজন

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৬, ডিসেম্বর ২৩, ২০১৪
ছোটদের জন্য বড় আয়োজন

খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এদিনের অপেক্ষায় তাদের সারাটি বছর কাটে।

অপেক্ষার পালা শেষ এরই মধ্যে সবাই প্রস্তুতিও নিয়েছেন দিনটিকে মনের মতো করে পালন করার।

সবার আনন্দ বাড়িয়ে দিতে প্রতিবারের মতো এবারও বড়দিন উপলক্ষে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও, দ্য ওয়েস্টিন ঢাকা, র‌্যাডিসন ওয়াটার গার্ডেনসহ নামী-দামী সব হোটেল বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে।

বড়দিনে এসব হোটেলে শিশুদের জন্য রয়েছে ক্রিসমাস কিডস পার্টিসহ খেলার নানা আয়োজন। রয়েছে শিশুদের বড়দিনের মূল আকর্ষণ ‘সান্তাক্লজ’। ছবি তোলাসহ শিশুদের জন্য সান্তাক্লজের কাছে রয়েছে মাজাদার চকলেটসহ নানা উপহার আর চমক।

বড়দিন উপলক্ষে ক্রিসমাস ট্রি আর রঙিন বাতি দিয়ে সাজানো হচ্ছে প্রতিটি হোটেল। রয়েছে নানা ধরনের কেক ও কুকিজ ও বিশেষ খাবারের ব্যবস্থা।

শিশুদের এই আনন্দের অংশ করে দিতে আগেই বুকিং দিন।

সবার জন্য বড়দিনের শুভেচ্ছা।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।