ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

লাইফস্টাইল

ঝটপট রেসিপি

চিংড়ি পোলাও

শিমুল সুলতানা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৯, ফেব্রুয়ারি ২৮, ২০১১
চিংড়ি পোলাও

এই রেসিপির সাথে অন্য কোনো ডিশের প্রয়োজন নেই। আর ব্যস্ত গৃহিণী বা কর্মজীবী নারীরা খুব সহজেই তৈরি করতে পারেন এটি।



রেসিপিটি তৈরি করতে আপনার লাগবে :

১.    ২ কাপ বাসমতি চাল

২.    চিংড়ি এক কাপ (মাঝারি)

৩.    দুই কাপ নারকেলের দুধ

৪.    তিন কোয়া রসুন বাটা

৫.    ছোট এক টুকরা আদা বাটা

৬.    ৫ টেবিল চামচ তেল

৭.    ২  টেবিল চামচ ঘি

৮.    পছন্দমতো  পুদিনা পাতা

৯.    ২-৩ টি পেয়াজের বড় কুচি

১০.    ৫ টি চেড়া কাঁচা মরিচ

১১.    লবণ স্বাদমতো

১২.    ১ চা চামচ গোলমরিচের গুঁড়ো

১৩.    ১ চা চামচ লেবুর রস

তৈরি পদ্ধতি

 চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। চিংড়িও ধুয়ে রাখুন।

প্রেসার কুকারে তেল ও ঘি গরম করে তাতে পেয়াজ, আদা ও রসুন বাটা পুদিনা পাতা দিয়ে হালকা বাদামি করে ভাজুন।

তাতে কাচা মরিচ, চিংড়ি, গরম মসলা, গাজর দিয়ে আরও তিন মিনিট ভেজে চাল দিয়ে নাড়ুন কিছুক্ষণ।

এবার দেড় কাপ পানি ও দুই কাপ নারকেলের দুধ ঢেলে লবণ ও লেবুর রস দিয়ে কুকারের ঢাকনা দিয়ে দিন।

দুটি সিটি হলে চুলা বন্ধ করে কিছুক্ষণ রেখে দিন। এই ফাঁকে আপনি লেগে যান সুন্দর করে সাজিয়ে পরিবেশনের কাজে।

এবার ঢাকনা খুলে ১ চামচ গোলমরিচের গুঁড়া ও একটু ঘি ছিটিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার চিংড়ি পোলাও।

এতে আপনার সময় ও মূল্যবান গ্যাস দুটোরই সাশ্রয় হবে।
 
বাংলাদেশ সময় ১১০১, ফেব্রুয়ারি ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।