bangla news

উপস্থাপনায় বালাম

33 |
আপডেট: ২০১০-০৮-২৭ ৬:১৫:৫৩ পিএম

ঈদ মানেই তো আনন্দ। এই আনন্দের আরেক প্রকাশ লাগামছুট আড্ডা। এই আড্ডার মধ্যমণি এবার জনপ্রিয় কন্ঠশিল্পী বালাম। আড্ডাবাজদের তালিকায় আছেন এই সময়ের মিউজিকক্রেজ হাবিব, মিলা, ন্যান্সি, এলিটা আর আরফিন রুমী।

ঈদ মানেই তো আনন্দ। এই আনন্দের আরেক প্রকাশ লাগামছুট আড্ডা। এই আড্ডার মধ্যমণি এবার জনপ্রিয় কন্ঠশিল্পী বালাম। আড্ডাবাজদের তালিকায় আছেন এই সময়ের মিউজিকক্রেজ হাবিব, মিলা, ন্যান্সি, এলিটা আর আরফিন রুমী।

আচ্ছা, তোমাদের মধ্যে যদি সবাইকে একদিনের জন্য রাজা বা রানী হতে বলা হয়- তবে কে কী করবে?
উপস্থাপকের এমন প্রশ্নের উত্তরে প্রথমেই হাবিব বলে বসলেন, আমি চাইবো দশ বারোটা রাণি যেন সারাটা সময় আমাকে ঘিরে থাকে।

হাবিবের এমন উদ্ভট উত্তরে ভীষণ আশাহত সবাই। তার কথার রেশ ধরে মিলা বললেন আরেক বিভ্রান্তিকর কথা! তিনি বলেন, আমি রানী হতে চাই না। আমি রাজা হতে চাই।’

এ আবার কেমন কথা ! কেউই যেন সহজভাবে বিষয়টা নিতে পারছে না। উপস্থাপক ব্যাপারটা সামলে নিয়ে প্রশ্নটা ছুড়ে দিলেন আরেক অতিথির উদ্দেশ্যে। কথায়-কথায় সামনে এগোতে থাকে আড্ডা।  
বালামের উপস্থাপনায় এরকমই একটি মজার সেলিব্রিটি টকশে প্রচার হবে এই ঈদে বাংলাভিশনে।

অনুরূপ আইচের গ্রন্থণায় ‘চলতে চলতে দেখা হলো’ নামের এই অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কাওনাইন সৌরভ। হাবিব, ন্যান্সি, মিলা, এলিটা ও আরফিন রুমি কেবল আড্ডাবাজি করেই ক্ষ্যান্ত হন নি। প্রত্যেকেই আড্ডার ফাঁকে ফাঁকে গেয়েছেন নিজেদের জনপ্রিয় গান। এমনি কি উপস্থাপক বালামও বাদ যান নি।

‘চলতে চলতে দেখা হলো’ অনুষ্ঠানটি ঈদের দিন সন্ধ্যা ৬টা ০৫ মিনিটে প্রচারিত হবে  বাংলাভিশন চ্যানেলে।  

বাংলাদেশ স্থানীয় সময় ১৫২০, আগস্ট ২৯, ২০১০

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

লাইফস্টাইল বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
cache_14 2010-08-27 18:15:53