bangla news

তরুণ কণ্ঠশিল্পী তৌসিফ হাসপাতালে

9 |
আপডেট: ২০১১-০৮-১৬ ১:০০:২৪ পিএম

এই সময়ের জনপ্রিয় তরুণ কণ্ঠশিল্পী তৌসিফ হৃদরোগে আক্রান্ত হয়ে ১৬ আগস্ট মঙ্গলবার ভোরে রাজধানীর বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তিনি চিকিৎসাধীন আছেন।

এই সময়ের জনপ্রিয় তরুণ কণ্ঠশিল্পী তৌসিফ হৃদরোগে আক্রান্ত হয়ে ১৬ আগস্ট মঙ্গলবার ভোরে রাজধানীর বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তিনি চিকিৎসাধীন আছেন।

তৌসিফের চিকিৎসা তত্ত্বাবধানে রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক আমির হোসেন। তিনি বাংলানিউজকে জানান, তৌসিফকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তবে এখনো তিনি পুরোপুরি শঙ্কামুক্ত নন।

‘ঘুমাও তুমি ঘুমাও’ গান খ্যাত জনপ্রিয় শিল্পী তৌফিফের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ১৫ আগস্ট সোমবার রাতে তিনি হালকা বুকে ব্যথা অনুভব করেন। তবে শুরুতে এতে খুব একটা গুরুত্ব দেননি তিনি। কিন্তু শেষরাতে ব্যথার মাত্রা বেড়ে যাওয়ায় ভোর ছয়টায় তৌসিফকে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সিসিইউতে ভর্তি করানো হয়।

এবারের ঈদ উপলক্ষে তৌসিফের নতুন অ্যালবাম ‘অনিদ্রার গানগুলো’ গত ১৪ আগস্ট রোববার অগ্নিবীণার ব্যানারে বাজারে আসে। এর আগে অ্যালবামটির গানগুলো প্রকাশ করা হয় গ্রামীণফোন মিউজিক রেডিওতে।

বাংলাদেশ সময় ২১৩৫, আগস্ট ১৬ , ২০১১

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2011-08-16 13:00:24