bangla news

আসছে ‌‌আপিল বিভাগে নচিকেতা

15 |
আপডেট: ২০১০-১২-২১ ৪:৩৫:৩৫ এএম

জীবনধর্মী বাংলা গানের তুমুল জনপ্রিয় শিল্পী নচিকেতা। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও তিনি সমান জনপ্রিয়। নচিকেতার গান নিয়ে একটি ভিডিও গানের অ্যালবাম তৈরি করেছেন টিভি রিপোর্টার মানিক। ‘আপিল বিভাগে নচিকেতা’ নামের এই ভিডিও অ্যালবামটি প্রযোজনা ও পরিবেশনায় রয়েছে লেজার ভিশন।

জীবনধর্মী বাংলা গানের তুমুল জনপ্রিয় শিল্পী নচিকেতা। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও তিনি সমান জনপ্রিয়। নচিকেতার গান নিয়ে একটি ভিডিও গানের অ্যালবাম তৈরি করেছেন টিভি রিপোর্টার মানিক। ‘আপিল বিভাগে নচিকেতা’ নামের এই ভিডিও অ্যালবামটি প্রযোজনা ও পরিবেশনায় রয়েছে লেজার ভিশন।

‘আপিল বিভাগে নচিকেতা’ অ্যালবামটি রিলিজ পাচ্ছে আগামী ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার। এইদিন সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভিআইপি লাউঞ্জে আনুষ্ঠানিক মোড়ক উন্মোচনের পর অ্যালবামটি সারাদেশে পাওয়া যাবে।  ভিডিও গানের এ অ্যালবামের মুক্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের খ্যাতিমান সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্পীরা।

অ্যালবামের উল্লেখযোগ্য কয়েকটি গান হলো ‘ঐ রাতের তারা চাঁদের সাথে কথা বলে আকাশে’, ‘পৃথিবীতে এমন কাউকে খুঁজে পাবে না’, ‘আপিল বিভাগ রায় দিয়েছে প্রেমের উপর কর জারি’ প্রভৃতি। অ্যালবামটির সাফল্য নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন বেশ আশাবাদী।

বাংলাদেশ স্থানীয় সময় ১৫১৫ , ডিসেম্বর ২১, ২০১০

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2010-12-21 04:35:35