ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

লাইফস্টাইল

অমিতাভের বাঘ সংরক্ষণ অনুষ্ঠান নিয়ে বিতর্ক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১০

বিতর্ক সৃষ্টি হয়েছে অমিতাভ বচ্চনের উপস্থাপনায় বাঘ সংরক্ষণবিষয়ক টেলিভিশন অনুষ্ঠান ‘সেভ টাইগার’ নিয়ে। ভারতের মধ্য প্রদেশের পেঞ্চ টাইগার রিজার্ভ থেকে প্রচারিত এই অনুষ্ঠানটি সে দেশের বন্যপ্রাণী সংরক্ষণ আইন ভঙ্গ করেছে বলে দাবি করেছে উদয় নামের একটি বেসরকারি সংস্থা।



সংস্থাটি ভারতের জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে বলেছে, গত ১২ ডিসেম্বরের অনুষ্ঠানটি বনের ভেতর শব্দদূষণ করে সে দেশের ১৯৭২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইন ভঙ্গ করেছে।

সংস্থাটির কর্মকর্তা শেহলা মাসুদ বলেন, যদিও অনুষ্ঠানটির অন্যতম উদ্দেশ্য মুনাফা অর্জন, তবু আমরা এমন জনসচেতনতা সৃষ্টিকারী উদ্যোগকে সাধুবাদ জানাই। কিন্তু অনুষ্ঠানের ভালোমন্দ দিকগুলো আয়োজকদের অবশ্যই মাথায় রাখতে হবে।

মাসুদ আরো জানিয়েছেন, উদয়ের অভিযোগটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখবেন বলে আশ্বাস পাওয়া গেছে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৩১৫, ডিসেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।