bangla news

কিডস ইভেন্ট ওয়েষ্টিনে

17 |
আপডেট: ২০১৩-১২-২৩ ৩:২৫:০৫ এএম

কিডস ডিজে শো, কাপ কেক মেকিং কম্পিটিশনসহ..

 বড়দিন উপলক্ষে ২৫ ডিসেম্বর  শিশুদের জন্য ওয়েষ্টিন ঢাকা আয়োজন করেছে বিশেষ পার্টি।

ওয়েষ্টিনের গ্র্যান্ড বলরুমে আয়োজন করা হয়েছে বিশেষ এ অনুষ্ঠানের। বরাবরের মতোই শিশুদের জন্য মজাদার সব গেমসের আয়োজনের পাশাপাশি ওয়েষ্টিন কর্তৃপক্ষ আয়োজন করেছে ভেনট্রিলকিউজম এবং মেজিসিয়ান আসিফ আসগর পরিবেশন করবেন এই বিশেষ শো। এছাড়াও থাকছে ক্রিসমাসের মজার মজার খাবার। কিডস ডিজে শো, কাপ কেক মেকিং কম্পিটিশনসহ আরো নানা আয়োজন।

এছাড়া সান্তাক্লস তো থাকছেই, বিশেষ এই আয়োজনের টিকেট পাওয়া যাচ্ছে ওয়েষ্টিনের ক্লন্ট অফিসে।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন:  ৯৮৯১৯৮৮

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

লাইফস্টাইল বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
db 2013-12-23 03:25:05