bangla news

কলম কমাবে মানসিক চাপ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১-০১-০৫ ১০:২৯:৪৯ এএম

খুব বেশি অথবা হালকা কাজের ফাঁকে হাতের কলমটি নিয়ে খানিক খেলেননি এমন মানুষ পাওয়া দুষ্কর। অফিসে, বাসায় অথবা কাসে এমন দৃশ্য হামেশাই দেখা যায়।

খুব বেশি অথবা হালকা কাজের ফাঁকে হাতের কলমটি নিয়ে খানিক খেলেননি এমন মানুষ পাওয়া দুষ্কর। অফিসে, বাসায় অথবা কাসে এমন দৃশ্য হামেশাই দেখা যায়।

চারপাশের অতি পরিচিত এই ঘটনাটিকেই কাজে লাগালেন মিগেল ব্রুনস আলোনসো। তিনি এসেছেন হল্যান্ডের ডেল্ফট প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট করতে। এখন এই গবেষক তৈরি করলেন এমন একটি কলম, যা মানসিক চাপ কমাতে সাহায্য করবে।

‘আমার এই কলমটি ‘নার্ভাস’ মুভমেন্টটাকে নির্ণয় করতে পারবে। শুধু তাই নয়, কলমটি ব্যবহারকারীর মানসিক চাপও দূর করতে পারবে,’ আলোনসো জানিয়েছেন তার বিশ্ববিদ্যালয়কে।

তার মতে, মানসিক চাপের সঙ্গে সঙ্গতি রেখে কলমটি নড়াচড়া করবে। প্রশান্তি আনবে মনে। ‘কলমটির সঙ্গে যেসব সেনসর আছে তা খুব কার্যকর। কেননা, আপনার কোনও মানসিক চাপ না থাকলে এই কলমটি তাও বলে দেবে। সেক্ষেত্রে কলমটির নড়াচড়া বন্ধ হয়ে যাবে।’

বাংলাদেশ সময় ২১১৫, জানুয়ারি ৫, ২০১১

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2011-01-05 10:29:49