ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

লাইফস্টাইল

দাঁত মাজার ব্রাশটি জীবাণুমুক্ত তো!

লাইফস্টাইল ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৪, মার্চ ১৭, ২০২৫
দাঁত মাজার ব্রাশটি জীবাণুমুক্ত তো!

সুন্দর হাসি সুস্থ দাঁতের জন্য নিয়মিত ব্রাশ করার কথা আমরা সব সময় বলি। তবে সকাল-রাতের দাঁতের সঙ্গী টুথব্রাশটির কথা কমই ভাবি।

দাঁত পরিষ্কারের দায়িত্ব যে টুথব্রাশকে দিয়ে রেখেছি, সেটি পরিষ্কার তো! জানেন কি? যে টুথব্রাশ দিয়ে আমরা দাঁত মাজি তাতে কয়েকশ জীবাণু থাকে!

আপনার ব্রাশটি জীবাণুমুক্ত করতে যা করবেন 

* এককাপ পানিতে এক চামচ মাউথওয়াশ দিয়ে ভিজিয়ে রাখুন ৩০ সেকেন্ড। তারপর গরম পানি দিয়ে ব্রাশটি ধুয়ে ফেলুন।

* ভিনেগারের মধ্যে আপনার টুথব্রাশটি ভিজিয়ে রাখলে অধিকাংশ জীবাণু এবং ব্যাকটেরিয়া ধ্বংস হবে।

* এক কাপ গরম পানির মধ্যে আপনার টুথব্রাশটি ৩-৫ মিনিট ভিজিয়ে রাখুন।  

* ব্রাশ হোল্ডারে টুথব্রাশের মাথাটি ওপরের দিকে উঠিয়ে রাখুন এবং আপনার ব্রাশটি অন্য কারো ব্রাশের সাথে মিলিয়ে রাখবেন না। না হলে এক ব্রাশ থেকে জীবাণু অন্য ব্রাশে ছড়িয়ে পড়ে।

* টুথব্রাশের কভার ব্যবহার না করে খোলা রাখুন যাতে ব্রাশটি শুষ্ক থাকে। কারণ আর্দ্রতার মাঝে ব্যাকটেরিয়ার বাড়ে বেশি।  

* টুথব্রাশ কখনো বাথরুমে রাখবেন না, এতে জীবাণুর সংক্রমণ বেশি হয়।

* এছাড়াও ব্রাশ ব্যবহারের আগে ও পরে কয়েক সেকেন্ড কলের পানিতে ভালো করে ধুয়ে নিন।  

* নষ্ট হোক বা না হোক, টুথব্রাশ প্রতি তিন থেকে চার মাস পরপর পরিবর্তন করা উচিত।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৫
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।