ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

বিএনপির আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে দুর্নীতির মামলা চলবে 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২২
বিএনপির আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে দুর্নীতির মামলা চলবে  বিএনপির আসাদুল হাবিব দুলু

ঢাকা: বিএনপি নেতা সাবেক উপমন্ত্রী মো.আসাদুল হাবিব দুলুর অবৈধ সম্পদ অর্জনের মামলা বাতিলের ওপর জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

পাশাপাশি বিচারিক আদালতে এক বছরের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ দেন।

সোমবার (০৭ নভেম্বর) শুনানি শেষে বিচারপতি মো.নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন ।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আব্দুর রেজাক খান। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

এক কোটি ৬১ লাখ ৮ হাজার ৩৭৩ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের উপপরিচালক  সমন্বিত জেলা কার্যালয়, দিনাজপুর মো.কামরুল আহসান ২০০৯ সালের ২১ জানুয়ারি লালমনিরহাটে এ মামলা করেন। একই সালের ২৯ সেপ্টেম্বর এ মামলায় চার্জশিট দেওয়া হয়। পরে মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন দুলু।

হাইকোর্ট ২০১০ সালের ২৫ আগস্ট রুল জারি করে স্থগিতাদেশ দেন।  

সেই রুলের ওপর শুনানি শেষে সোমবার রায় দেন হাইকোর্ট।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক জানান, হাইকোর্টের রায়ের ফলে দীর্ঘদিন বন্ধ থাকার পর মামলাটি সচল হলো।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২২
ইএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।