ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

নড়াইলে অস্ত্র-মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২২
নড়াইলে অস্ত্র-মাদক মামলায় একজনের যাবজ্জীবন

নড়াইল: নড়াইলে সৌরভ আহমেদ শ্রাবণ (২২) নামে এক আসামিকে অস্ত্র মামলায় ১০ বছর ও মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।



বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আলমাস হোসেন মৃধা  এ রায় দেন।  
 
দণ্ডপ্রাপ্ত শ্রাবণ যশোর কোতোয়ালি থানার কোতোয়ালি গ্রামের শুভ আহমেদ শপুর ছেলে।
 
রায় ঘোষনার সময় সৌরভ আহমেদ শ্রাবণ আদালতে উপস্থিত ছিলেন।
 
আদালত সূত্রে জানা যায়, গত ২০২০ সালের ৯ জুন রাতে নড়াইল পৌরসভার নতুন বাস টার্মিনালের সামনে নড়াইল-যশোর মহাসড়কে টহল দিচ্ছিল পুলিশ। রাত আড়াইটার দিকে পুলিশ যশোরের দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে থামতে বললে চালক শ্রাবণ না থামিয়ে ঘুরিয়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ ধাওয়া করে তাকে আটক করলেও তার সঙ্গে থাকা কাজী জুয়েল পালিয়ে যেতে সক্ষম হন।
 
পরে পুশিল তল্লাশি চালিয়ে শ্রাবণের কাছে ১০০ বোতল ফেনসিডিল ও একটি ওয়ান শ্যুটার গান জব্দ করে।
 
এর পরদিন ১০ জুন এ ঘটনায় নড়াইল সদর থানায় দুইজনকে আসামি করে অস্ত্র ও মাদক মামলা দায়ের করে পুলিশ।
 
এ মামলায় শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এ রায় দিলেন।
 
মামালার অপর আসামি জুয়েলের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ না হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস দেন।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।