ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

মতিঝিলে ইয়াবাসহ গ্রেফতার তিনজন রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, জুন ২৭, ২০২২
মতিঝিলে ইয়াবাসহ গ্রেফতার তিনজন রিমান্ডে

ঢাকা: রাজধানীর মতিঝিল এলাকা থেকে চার হাজার ইয়াবাসহ গ্রেফতার তিন জনকে একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৭ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী তাদের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- রুমান হোসেন ওরফে হুমায়ুন কবির, আতিকুর রহমান ওরফে লাভলু ও  শাহজাহান।

এদিন তাদের আদালতে হাজির করে মতিঝিল থানার মাদক মামলায় তাদের ৭ দিনের রিমান্ডে আবেদন করেন। শুনানি শেষে প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

এর আগে রোববার (২৬ জুন) রাজধানীর ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে চার হাজার ইয়াবাসহ তাদের গ্রেফতার করে তেজগাঁও গোয়েন্দা বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।   পরে তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

পুলিশ জানায়, আসামিরা দীর্ঘদিন যাবত কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে এসব ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকার মাদককারবারিদের কাছে পাইকারি ও খুচরা বিক্রি করতেন।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, জুন ২৭, ২০২২
কেআই/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।