ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

শিশুকে হত্যার পর টয়লেটে গুম, চাচির যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, জুন ৮, ২০২২
শিশুকে হত্যার পর টয়লেটে গুম, চাচির যাবজ্জীবন

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় শিশু রিফাত (৪) হত্যা মামলায় জাকিয়া সুলতানা লালু নামে নারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  

মঙ্গলবার (৭ জুন) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোজাফ্ফর আহমদ হেলালী।

দণ্ডপ্রাপ্ত জাকিয়া সুলতানা লালু চকরিয়ার খুটাখালীর ছৈয়দ হোসেনের স্ত্রী।

মামলা এজাহার সূত্রে জানা গেছে, ২০১২ সালের অক্টোবর মাসের সাত তারিখ ছৈয়দ আকবরের ছেলে রিফাতকে (৪) তার ছোট ভাইয়ের স্ত্রী জাকিয়া সুলতানা লালু শ্বাসরোধ করে হত্যার পর টয়লেটের খোলা ট্যাঙ্কে গুম করেন। পরে পুলিশ সেখান থেকে রিফাতের মরদেহ উদ্ধার করে। এ সময় সন্দেহভাজন হিসেবে বাড়িতে থাকা চাচিকে গ্রেফতার করা হয়। পরে ৮ তারিখ রিফাতের বাবা ছৈয়দ আকবর বাদী হয়ে চকরিয়া থানায় মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ০৯২৩ ঘণ্টা, জুন ০৮, ২০২২
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।