ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

আইনজীবী অন্তর্ভুক্তির এমসিকিউ পরীক্ষা ১৭ জুন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, মে ৫, ২০২২
আইনজীবী অন্তর্ভুক্তির এমসিকিউ পরীক্ষা ১৭ জুন

ঢাকা: আইনজীবী হিসেবে তালিকাভুক্তির (এনরোলমেন্ট) এমসিকিউ (নৈর্ব্যক্তিক) পরীক্ষার সময় ঘোষণা করেছে বাংলাদেশ বার কাউন্সিল।

সম্প্রতি বার কাউন্সিলের সচিব মো. রফিকুল ইসলাম এ সংক্রান্ত একটি নোটিশ দিয়েছেন।

নোটিশের ভাষ্যমতে, বার কাউন্সিলের আগের বিজ্ঞপ্তি অনুযায়ী এমসিকিউ পরীক্ষার অনলাইন ফরম পূরণ কার্যক্রম শেষ হয়েছে। আগামী ১৭ জুন, শুক্রবার বার কাউন্সিলের এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনলাইনে প্রবেশপত্র সংগ্রহ ও পরীক্ষার কেন্দ্রসহ বিস্তারিত তথ্য পরে যথাসময়ে জানানো হবে। এছাড়া পরীক্ষা সংক্রান্ত সকল বিজ্ঞপ্তি বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণের পর লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের এরপর মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণের পর আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। তখন উত্তীর্ণরা সংশ্লিষ্ট জেলা আদালতে আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করার সুযোগ পান।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, মে ০৫, ২০২২
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।