ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

একটি করে গাছ লাগানোর অনুরোধ প্রধান বিচারপতির

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
একটি করে গাছ লাগানোর অনুরোধ প্রধান বিচারপতির

ঢাকা: পরিবেশের ভারসাম্য রক্ষায় ১৮ কোটি মানুষকে একটি করে গাছ লাগানোর অনুরোধ জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৭ মার্চ) সুপ্রিম কোর্টে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ অনুরোধ জানান।

বৃক্ষরোপণ কর্মসূচিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো.নূরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহান উদ্দিন,বিচারপতি এম ইনায়েতুর রহিম,বিচারপতি কৃষ্ণা দেবনাথ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিরা অংশ নেন।  

এ সময় প্রত্যেক বিচারপতি একটি করে বৃক্ষরোপন করেন। বৃক্ষরোপণ কর্মসূচিতে শতাধিক ফলজ গাছ রোপন করা হয়।

এর আগে, সকাল ৭টা ১০ মিনিটে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকীতে, প্রধান বিচারপতি বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
ইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।