ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

হাবের নির্বাচনে বাধা নেই

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২১
হাবের নির্বাচনে বাধা নেই

ঢাকা: হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) নির্বাচনের ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

এর ফলে ৩০ ডিসেম্বর নির্বাচন হতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

বুধবার (২৯ ডিসেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান এ আদেশ দেন।

আপিল বিভাগে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী নাহিদ সুলতানা যুথী। তার সঙ্গে ছিলেন সাকিলা রওশন। সহায়তা করেন আইনজীবী শাহজাহান আকন্দ মাসুম।

ভোটার তালিকায় অন্তর্ভুক্ত থাকা কয়েকজন ভোটারের বিষয়ে দুইজন হাইকোর্টে রিট করেন। সেই রিটের শুনানি নিয়ে গত ১৫ ডিসেম্বর নির্বাচনের ওপর স্থগিতাদেশ দেন। ফলে নির্বাচন আটকে যায়। পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে হাবের সভাপতি আবেদন করেন।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২১
ইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।